মাত্র একটি ক্লিক করেই যদি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়া যায় তবে তা নিশ্চয়ই অনেক ভাল হয়।
কেননা যে কোন ইমেজ বা পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেকেরই সমস্যা হয়ে থাকে।
কারন অনেকের কাছেই কম্পিউটার থাকেনা, এবং কম্পিউটার থাকলেও কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তা সম্পর্কে অবগত থাকেনা।
এবং তা ছাড়াও কম্পিউটার ব্যবহার করে কিছু সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন নেওয়া যায়।
তবে তা কেবল যারা এসকল টুলস সম্পর্কে প্রচুর জ্ঞান রাখে, তারাই খুব সহজে যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড পিকচার রিমুভ করে নিতে পারে।
যদি বিষয় টা এমন হয়, আপনার কাছে কম্পিউটার আছে কিন্তু আপনি কিভাবে, বা কি টুলস ব্যাবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তা না জেনে থাকেন।
তখন কি করবেন?
হুম, খুব সহজ উত্তর ধরুন আপনার কাছে কম্পিউটার নেই বা থাকলেও আপনার যে কোন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়ার মত জ্ঞান নেই।
তবে সমস্যা নেই,
আজ আপনার সাথে আমি পরিচয় করিয়ে দিব অনলাইন কিছু টুলসের, যা ব্যাবহারের মাধ্যমে খুব সহজেই যে কোন Image/picture থেকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন।
এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি আপনার মোবাইল ফোনের সাহায্যেও খুব সহজে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন।
তবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার কয়েকটি সেরা টুলস।
সাধারনত ছবির ব্যাকগ্রাউন্ড বা রিমুভ পরিবর্তন করার জন্য অনেক পেইড সফটওয়্যার বা অ্যাপস রয়েছে।
এবং স্বাভাবিক ভাবে সে সকল সফটওয়্যার বা অ্যাপস ব্যাবহার সঠিক ভাবে ব্যাবহার করাটা কিছুটা ট্রিকি বটে।
ও তা ছাড়া সফটওয়্যার ব্যাবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়ে থাকে।
তবে কেমন হয়, যদি খুব সহজেই মাত্র কয়েকটি ক্লিক করেই কিছু অনলাইন টুলস ব্যাবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়া যায়।
না আপনার প্রয়োজন পড়বে কোন পেইড সফটওয়্যার বা অ্যাপস এর। এবং না আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে প্রচুর সময় দিতে হবে।
আপনি চাইলেই মুহূর্তেই মাঝেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারবেন।
এবং এই আর্টিকেলে আপনাদের সাথে এমনই কিছু ফ্রি অনলাইন টুলসের পরিচয় করিয়ে দিতে চলেছি।
যা ব্যাবহারের মাধ্যমে মোবাইল বা কম্পিউটার উভয় থেকেই যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন অতান্ত সহজে।
01.Remove bg
Remove Bg বাক্তিগত ভাবে আমার অতান্ত পছন্দের একটি টুলস। কেননা এই টুলস টি ব্যাবহার করে খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নেওয়া যায়।
এবং তার জন্য আপনাকে একটুও বেগ পেতে হবে না।
অর্থাৎ আপনি শুধু Remove bg তে গিয়ে, যে কাঙ্খিত ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তা Upload করে দিবেন।
অতঃপর Remove bg আপনার হয়ে সকল কিছু করে দিবে, ও আপনার সামনে কাঙ্খিত ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে।
এবং মজার ব্যাপার আপনি চাইলে Remove bg ব্যাবহার করে, ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে তা Edit করেও নিতে পারবেন।
যেমন,
- ব্যাকগ্রাউন্ড অন্য ছবি অ্যাড করতে পারবেন।
- Background Color পরিবর্তন করতে পারবেন।
- Blur effect দিতে পারবেন
কোন রকম সমস্যা ছাড়াই যদি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে চান। তবে পরামর্শ থাকবে অবশ্যই Remove bg ব্যাবহার করে দেখুন।
0.2 Pixlr
Pixlr এটি শুধু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলস নয়। বরং বলা যেতে পারে online photoshop.
কারন Pixlr ব্যাবহার করে আপনি যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সহ একটি মানসম্মত ছবি Edit করেও নিতে পারবেন।
এবং তা ছাড়াও একটি প্রফেশনাল ছবি তৈরিতে যে সকল টুলস ব্যাবহার করার প্রয়োজনীয়তা থাকে।
তার সব কিছুই আপনি Pixlr থেকে পেতে পারবেন।
আমাদের মতে যদি আপনি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন সহ কাঙ্খিত ছবি কিছুটা Edit করে নিতে চান।
তবে অবশ্যই Pixlr ট্রাই করে দেখুন, আপনার ভাল লাগবে।
03. photoscissors
photoscissors ও অতান্ত ভাল একটি ইমেজ ইডিটর টুলস। আপনি এই টুলস টি ব্যাবহার করে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়ার সাথে কাঙ্খিত ছবি ইডিট করেও নিতে পারবেন।
তবে photoscissors তে আপনি 10MB থেকে বড় সাইজের ইমেজ ফাইল গুলো upload করতে পারবেন না।
এবং Image resolution 4.2Mpx থেকে বেশি হয়ে থাকলে এখানে তা upload করতে পারবেন না।
আমাদের মতে যদি আপনি manually আপনার কাঙ্খিত ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে চান ও তাতে কিছু ইডিট করে নিতে চান।
যেমন টেক্সট অ্যাড করা, color পরিবর্তন করা ইত্যাদি, তবে আপনি photoscissors থেকে খুব সহজেই তা করে নিতে পারবেন।
04. Slazzer
Slazzer এটিও একটি সেরা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়ার টুলস।
Remove bg ঠিক যেভাবে কাজ করে, অর্থাৎ যেভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে slazzer ও ঠিক সেভাবেই কাজ করে।
তবে Remove bg তে আমার কিছু বিষয়ে কমতি লাগে। যেমন অনেক product, pepole, graphic elements থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে সমস্যা হয়ে থাকে।
কিন্তু slazzer থেকে আপনি অতান্ত সহজেই যেকোনো product, pepole, বা graphic elements থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন।
তবে যদি আপনার কাঙ্খিত ইমেজ বা ছবির resolution অনেক বেশি হয়ে থাকে, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করবার সময় কিছুটা resolution কমে যেতে পারে।
05. kapwing
শুধু ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য নয়। বরং যদি আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে প্রচুর ভাবে সাহায্য করবে Kapwing এই টুলস টি।
কেননা Kapwing ব্যাবহার করে আপনি যে কোন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পাশাপাশি কাঙ্ক্ষিত ছবি বা ইমেজ অনেক ভাল করে ইডিট করে নিতে পারবেন।
এবং যদি আপনি ইউটিউব থাম্বনেল বা আপনার ব্লগ সাইটের জন্য ইমেজ তৈরি করে নিতে চান।
তবে তাও Kapwing ব্যাবহার করে, তৈরি করে নিতে পারবেন।
এ ছাড়াও আপনি নিজের মত করে লোগো তৈরি করে নিতে পারবেন, ও তা নিজের মত করে ইডিট করেও নিতে পারবেন।
আরও সহজ ভাবে বললে একটি ছবিতে সুন্দর ও প্রফেশনাল টাচ দিতে যা কিছুর দরকার হয়ে থাকে, আপনি তার সকল কিছু Kapwing পেয়ে যাবেন।
আমাদের পরামর্শ থাকবে, যদি আপনি নতুন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তবে অবশ্যই Kapwing ব্যাবহার করুণ।
06. Removal.ai
Removal.ai এটিও অনেক জনপ্রিয় একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুলস। এখান থেকেও আপনি অতান্ত সহজে যে কোন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন।
ও খুব সহজেই আপনার কাঙ্খিত ছবিতে text effect, color grading, brightness, contract, opacity, text shadow effect ইত্যাদি যুক্ত করে নিতে পারবেন।
আরও সহজ ভাবে বললে যদি আপনার একটি ছবিতে Basic edit করে নেওয়ার প্রয়োজন পড়ে, তবে তা খুব অল্প সময়ের মাঝে আপনি removal.ai টুলসের মাধ্যমে করে নিতে পারবেন।
07. backgroundcut
এই লিস্টের সর্বশেষ যে টুলস তা হচ্ছে Backgroundcut, এই টুলস টি বর্তমানে প্রচণ্ড জনপ্রিয় একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুলস।
বাক্তিগত ভাবে Backgroundcut আমার খুব পছন্দের, অবশ্য তার পিছে অনেক কারন রয়েছে।
যেমন Backgroundcut এর user interface খুব সহজ ও সাদামাটা, আপনি খুব সহজেই সব কিছু বুঝে নিতে পারবেন।
এবং অনেক দ্রুততম সময়ে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন।
পাশাপাশি কাঙ্ক্ষিত ছবি বা ইমেজের ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দের কালার যুক্ত করে নিতে পারবেন।
আমাদের মতে Backgroundcut যে কোন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়ার জন্য সব থেকে সেরা টুলস।
আমরা আশা রাখি, আপনার Backgroundcut টুলস টি অতান্ত ভাল লাগতে পারে।
আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখুন।
আমাদের শেষ কথা,,
সম্পূর্ণ আরটিকেল জুড়ে আমরা আপনার সাথে বিস্তারিত বুঝিয়ে বল্বার চেষ্টা করেছি কিভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হয় তা সম্পর্কে।
অনেক সময় আমাদের খুব করে প্রয়োজনীয়তা পড়ে একটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নেওয়ার।
তবে তা কিভাবে কি করে করতে হয়, এসব না জানার দরুন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমাদের প্রচুর বেগ পেতে হয়।
তাই জন্যই আমাদের এই প্রয়াস।
আমরা আশা রাখছি আপনি আজ নতুন কিছু শিখতে পেরেছেন। ও কিভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হয় তা সম্পর্কে বিস্তারিত বুজতে পেরেছেন।
এ ছাড়াও আপনার কিছু জানার বা কোন মতামত থাকলে তা নিচে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন।