ওয়ার্ডপ্রেস ফ্রি থিম! আহ, শুনেই দম ছেড়ে দিবেন না। ফ্রি থিমস বা ফ্রি কোন কিছু শুনলেই আমাদের অনেকের মাঝে এক প্রকার এলার্জি’র উদয় হয়। ফ্রি থিমস? ফ্রি আবার কোন ভালো থিম আছে বুঝি?
ওয়েল, আমার বন্ধুরা ফ্রিতে এমন অনেক কিছুই পাওয়া যায়, যা অনেক সময় প্রিমিয়াম জিনিসের তুলনায় বেটার হয়ে থাকে।
এবং আজকের গল্পটাও ঠিক তাই – আজ আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস এর এমন কিছু ফ্রি থিমস এর সাথে পরিচয় করিয়ে দিব, যেগুলা আপনার অবশ্যই ট্রাই করে দেখা উচিৎ।
আমার মনে হয়, ওয়েবসাইটের জন্য থিমস নির্বাচন রিলেটেড যত গুলি প্রস্ন আপনার মাথায় আছে, সেই সকল প্রস্নের উত্তর আজকের আর্টিকেল থেকে পেয়ে যাবেন।
ওয়েল, তাহলে চলুন জেনে নেওয়া যাক ৮ টি সুপার ফাস্ট ওয়ার্ডপ্রেস ফ্রি থিম সম্পর্কে।
কেন আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য একটি ফাস্ট থিম নির্বাচন করবেন?
হ্যাঁ, এটা মানতেই হবে ওয়ার্ডপ্রেস এর জন্য থিম বা প্লাগিন এর অভাব নেই।
কিন্তু তাই জন্য ইচ্ছা মত ভারি থিমস তো আর ইউজ করা চলে না।
ওয়েল যেহেতু ভারি থিমস এর কথা বলে ফেলেছি, তাহলে ভারি থিমস কেন আপনার ওয়েবসাইটের জন্য বাজে এটা একটু জেনে নেওয়া দরকার।
আমার ব্লগে আমি মাঝে মধ্যই অনেক গুলি কমেন্ট পেয়ে থাকি, যেখানে আমার কাছে জানতে চাওয়া হয় ভাই আপনি কি থিমস ইউজ করেন যার ফলে আপনার ব্লগ এতো ফাস্ট?
আরো একটা প্রস্ন আছে ভাই কিভাবে “লার্নবিডি’র” মত করে ওয়েবসাইট ফাস্ট করিয়ে তুলতে পারবো।
এখন শুনুন আমি কিন্তু ভারি কোন থিমস ব্যাবহার করি না, যার ফলে আমার ব্লগ লোডিং স্পীড খুব ভালো।
কিন্তু যারা আমার কাছে জানতে চান, যে কিভাবে আমার ব্লগের মত করে ব্লগ সাইট ফাস্ট করিয়ে তুলবেন?
তাদের ভুল একটাই, ভারি থিমস ব্যাবহার করা। আর ভারি থিমস বলতেই আপনার ব্লগ স্লো হবে এতে কোন সন্দেহ নেই।
আসলে ভারি থিম ইউজ করতে চাইলে ” আপনার ডেডিকেটেড হোস্টিং থাকা চাই, + একটা ভালো সিডিএন থাকা চাই।
কেবল তবেই আপনি ভারি থিম ব্যাবহার করা সর্তেও আপনার ব্লগ কে সুপার ফাস্ট করিয়ে তুলতে পারবেন।
বাট কি হয়, প্রথম অবস্থায় আপনি শেয়ার হোস্টিং এর সাথে গিয়ে একটি ব্লগ তৈরি করেন ও তারপর সেখানে একটি ভারি থিমস ব্যাবহার করে আপনার ব্লগের স্পীড অনেক ফাস্ট করিয়ে তুলতে চান, যেটা কোন ভাবেই পসেবল নয়।
আর একটা বিষয় তো আপনি জেনেই থাকবেন, স্লো লোডিং ওয়েবসাইট “গুগল ও আপনার ব্লগের পাঠক” কেই পছন্দ করে না।
আপনার ব্লগ যত বেশি ফাস্ট লোড নিবে ” গুগল এবং আপনার ব্লগের পাঠক” ততই আপনার ব্লগ বেশি করে পছন্দ করবে।
ধরুন আপনি একটা অনেক দরকারি কোন আর্টিকেল খুঁজছেন, এবং আপনি গুগল করে একটি আর্টিকেল পেয়েও গেলেন – বাট বাজে বিষয় হচ্ছে আপনি ৪জি নেটওয়ার্ক এর আয়তাভুক্ত হওয়ার পরেই দেখছেন সেই কাঙ্খিত ওয়েবসাইট লোড ই নিচ্ছে না, নিলেও অনেক পরে নিচ্ছে।
এমন অবস্থায় আপনার মেজাজ ঠিক কেমন হবে ভাবুন, একই সঙ্গে গুগলের ও ঠিক ততাতাই মেজাজ খারাপ হবে।
কারন গুগল এর কাছে তার ভিসিটর সব থেকে আগে। এবং আপনি সেটিস্ফাই তো গুগল ও সেটিস্ফাই।
তো গল্প বুজতে পারছেন তো, কেন আপনার ব্লগে ফাস্ট ওয়ার্ডপ্রেস থিম ব্যাবহার করা উচিৎ।
হ্যাঁ, সত্য কথা এটাই ফাস্ট লোডিং ওয়েবসাইট রেঙ্ককিং ফ্যাক্টর। আপনার ওয়েবসাইট যত দ্রুত লোড হবে আপনার গুগল রেঙ্কিং ও ঠিক তততাই ভালো হতে থাকবে।
সেরা ৮ টি ওয়ার্ডপ্রেস থিম লিস্ট
আসলে আপনার ব্লগের প্রান’ই হচ্ছে আপনার ব্লগের থিম। মনে করুন আপনি এমন একটি থিম ব্যাবহার করছেন আপনার ব্লগে যার সব গুলা এলিমেন্ট ঠিক ভাবে কাজ করছে না।
আপনি ক্লিক করেছেন মাত্র, বাট তার ঠিক অনেক পরে গিয়ে রেসপন্স পাচ্ছেন। আসলে এরকম টা হয় থিম বাজে ভাবে কোডিং করার জন্য। এছাড়াও আরো অনেক ফিচার অ্যাড করানোর জন্য।
কিন্তু এই ফিচার গুলাই আপনার ব্লগের জন্য হার্মফুল হয়ে উঠতে পারে।
কিছু সংখ্যক মানুষ কোন একটি পপুলার ব্লগের ডিজাইন থেকে হুবহু সব কিছুই একদম তার মত করে করতে চায়।
যার ফলে কি হয় আপনার ব্লগ ঠিক ভাবে রেসপন্স করে না এবং অনেক স্লো লোড হয়।
এবং এই ব্যাপার গুলা সত্যি আপনার মাথায় রাখা উচিৎ, যদি আপনি ব্লগিং ফিল্ডে বেটার কিছু করতে চান তবে।
আপনার ব্লগ ঠিক যত বেশি সিম্পিল লুকিং হবে ও সেই সাথে ফাস্ট লোডিং হবে আপনার ব্লগের জন্য এই বিষয় টা ততাতাই ভালো হবে।
সব মিলিয়ে বর্তমান সময়ে এসে, আপনি যদি আপনার ব্লগের লোডিং স্পীড নিয়ে একটুও চিন্তিত না হয়ে থাকেন। তবে আপনি কোন ভাবেই ব্লগিং থেকে বেটার কিছুর আশা করতে পারবেন না।
এই জন্য আপনার ব্লগে একটি সিম্পিল ক্লিন ও ফাস্ট লোডিং থিম ব্যাবহার করা উচিৎ। এখন নিচে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়ার্ডপ্রেস দুনিয়ার সব থেকে লাইটওয়েট ও সিম্পিল লুকিং সুপার ফাস্ট সেরা ফ্রি ৮ টি ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে।
১. Generatepress
আমার প্রথম পছন্দের তালিকায় থাকা থিমস টির নাম হচ্ছে Generatepress, এবং মজার বিষয় হচ্ছে আমাকে এই নিয়ে অনেকেই প্রস্ন করে যে, ভাই আপনি লার্নবিডি’তে কি থিমস ইউজ করেন?
হ্যাঁ, আমি আমার প্রায় সকল ব্লগেই Generatepress ব্যাবহার করি, তার কারন Generatepress এমন একটি থিম, যেটা ব্যাবহার করে প্রায় সকল প্রকার ওয়েবসাইট তৈরি করে নেওয়া সম্ভব।
যেমন, ই কমার্স ওয়েবসাইট, প্রফেশনাল ব্লগ, পার্সোনাল ব্লগ, গ্যাঁজেট রিভিউ ব্লগ, টেক ব্লগ, লাইফ স্টাইল ব্লগ, রেসিপি ব্লগ, ম্যাগাজিন ব্লগ ইত্যাদি ইত্যাদি।
এবং মজার বিষয় হচ্ছে, থিমের সাপোর্ট আপনি Generatepress ফ্রি ভার্সন ব্যাবহার করুন কিংবা প্রিমিয়াম ভার্সন আপনি কোন সমস্যায় পড়লেই তার সমাধান পেয়ে যাবেন অনেক দ্রুত।
কারন Generatepress আমার মত অনেক মানুষের’ই প্রথম পছন্দের তালিকায়। আর Generatepress মানেই কাস্টমাইজেশন এর মারাত্মক সুভিদা। যা আপনি অন্য কোন থিম থেকে আশাই করতে পারবেন না।
হ্যাঁ, আপনি যদি কিছুটা ইউনিক চিন্তা নিয়ে Generatepress থিম কে কাজে লাগিয়ে আপনার ব্লগ কাস্টমাইজ করতে চান। তাহলে আপনি তাই পারবেন অর্থাৎ আপনি যেমন ইচ্ছা ঠিক তেমন লুক দিতে পারবেন আপনার ব্লগে এই Generatepress থিম ব্যাবহার করার মাধ্যমে।
Generatepress থিম এর ফিচার সমুহঃ-
- Load time 247 ms
- Page size 15.3 kb
- Colors
- Typography
- Element
- Spacing
- Menu Plus
- Secondary Navigation
- Seo Optimize
- 100% Mobile Responsive
- clean and source code
এ ছাড়াও আপনি Generatepress প্রিমিয়াম ভার্সনে পাবেন আরো বেশি কিছু। যা ব্যাবহার করার মাধ্যমে আপনি আপনার ব্লগ কে একদম নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন।
এবং Generatepress সম্পূর্ণ ভাবে সকল পেজ বিল্ডারের সাথে কমফোর্টেবল, যেমন Elementor, Beaver Builder, Thrive Architect , SiteOrigin Page Builder , WPBakery Page Builder, এই সকল পেজ বিল্ডার আপনি নির্দ্বিধায় ব্যাবহার করতে পারবেন Generatepress থিমের সাথে।
২. Astra
Astra থিম হচ্ছে বর্তমান সময়ে সব থেকে বেশি জনপ্রিয় থিম, এবং হাইলি এসইও অপ্টীমাইজ থিম। মানে থিম খুব সাদামাটা বা সিম্পিল দেখতে হলে কি হবে, Astra থিমের আলাদা একটা জাদু আছে।
আপনারা অনেকেই Banglatech ব্লগের সাথে আশা করি পরিচিত। উনিও কিন্তু উনার ব্লগে Astra থিম ইউজ করেন। এবং উনার ব্লগ ও অনেক বেশি রকম ফাস্ট।
এখন আপনি যদি হাইলি প্রফেশনাল টাইপ এর ফ্রি থিম খুঁজে থাকেন তাহলে এক কথায় Astra বেষ্ট।
আপনি Astra থিম ব্যাবহার করে সকল টাইপ এর ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন, যেমন পার্সোনাল ব্লগ, টেক ব্লগ, রেসিপি ব্লগ, ই কমার্স ইত্যাদি ইত্যাদি।
এবং Astra থিমের আমার সব থেকে যে বিষয় টা ভালো লাগে তা হচ্ছে, ওয়েবসাইট স্পীড অপটিমাইজেশন, ও ইউজার ফ্রেন্ডলি এক্সপেইয়ান্স।
আপনি যদি আপনার ব্লগে থিম পরিবর্তন করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন। তাহলে নির্দ্বিধায় Astra থিম ব্যাবহার করে দেখতে পারেন।
Astra থিম এর ফিচার সমুহঃ-
- Load time 400 ms
- Page size 135 kb
- Layout Settings
- Colors & Typography
- Header Options
- Blog & Archives
- 100% Mobile Responsive
- Seo Optimize
- clean and source code
এবং Astra প্রিমিয়ামে গেলে আপনিও আরও অনেক বেশি ফিচার পাবেন, যা ব্যাবহার করার মাধ্যমে আপনি আপনার ব্লগ নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন।
তবে Astra ফ্রি কিন্তু কম কিছু নয়। Astra থিম ব্যাবহার করার মাধ্যমে আপনার ব্লগের সার্চ ইঞ্জিন অপ্টীমাইজেশন ঠিক যেমন ভালো হবে পাশাপাশি আপনার ব্লগ অনেক বেশি ফাস্ট লোড হবে।
৩. Page Builder Framework
Page Builder Framework মারাত্মক ফাস্ট লোডিং ওয়ার্ডপ্রেস ফ্রি থিম। যেমন টা নাম শুনেই বুজতে পারছেন হ্যাঁ, Page Builder Framework থিম সকল পেজ বিল্ডার প্লাগিনের সাথে কমফোর্টেবল।
আপনি Page Builder Framework থিম ব্যাবহার করে সকল প্রকার পেজ বিল্ডার প্লাগিন ব্যাবহার করে যে কোন টাইপ এর ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।
এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি এই ফ্রি থিম ইউজ করে hoichoibangla এর মত করে আপনার ব্লগের ডিজাইন করতে পারবেন।
তবে hoichoibangla কিন্তু Page Builder Framework ব্যাবহার করে না। তারা genesis framework ব্যাবহার করে।
Page Builder Framework থিম এর ফিচার সমুহঃ-
- Load time 100 ms
- Page size 47.4 kb
- Lightning fast
- Easy to Customize
- Made for Page Builders
- Super Lightweight
- Flexibility
- GDPR Compliant
- WooCommerce Ready
- Translation Ready
- Developer Friendly
- 100% Mobile Responsive
- Seo Optimize
- clean and source code
আপনি যদি ফ্রিতে প্রিমিয়াম থিমের মজা উপভোগ করতে চান।
তাহলে গো উইথ Page Builder Framework, এক কথাই একের মাঝে অনেক কিছু পেয়ে যাবেন। এবং আপনার ব্লগের এসইও অপ্টিমাইজ আরও বেটার ভাবে করে তুলতে পারবেন।
৪. Blocksy
এবং blocksy থিমের ফিচার ও কিন্তু অনেক বেশি।
আপনি যেমন ইচ্ছা টেমন ডিজাইন করতে পারবেন এবং আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে একটি হাই প্রফেশনাল থিম খুঁজে থাকেন তাহলে blocksy শুধু মাত্র আপনার জন্যই।
blocksy ব্যাবহার করে আপনি সকল প্রকার ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন।
এবং আপনি যদি ভেবে থাকেন আপনি একজন প্রফেশনাল ব্লগার হয়ে উঠবেন, তবে blocksy থিম আপনার জন্য প্রথম পছন্দ হতে পারে।
blocksy যেমন এসইও ফ্রেন্ডলি ও ফাস্ট লোডিং থিম।
একই সাথে মারাত্মক ইউজার ফেন্ডলি।
অর্থাৎ আপনি যদি blocksy থিম টি আপনার ব্লগের জন্য ব্যাবহার করেন তাহলে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওয়েবসাইট লোডিং ও ইউজার এক্সপ্রিয়ান্স কোন কিছু নিয়েই ভাবতে হবে না।
Blocksy থিম এর ফিচার সমুহঃ-
- Load time 1.84 S
- Page size 512.6 KB
- Lightning Fast
- Header Builder
- Gutenberg Ready
- Code Splitting
- eCommerce Ready
- Translation Ready
- 100% Mobile Responsive
- Seo Optimize
- clean and source code
- Customizer Dark Mode
আমি যেমন টা বলেছিলাম, যে এমন অনেক কিছুই আছে যা প্রিমিয়াম জিনিসের থেকেও বেশি ভালো হয়ে থাকে ফ্রিতে। হ্যাঁ, blocksy থিম তার বাস্তব উদাহরন।
৫. Neve
ওয়ার্ডপ্রেস দুনিয়ার এক অন্যতম ফাস্ট ওয়ার্ডপ্রেস ফ্রি থিমের নাম হচ্ছে Neve, সুপার সুপার ফাস্ট ও হাইলি এসইও অপ্টিমাইজ থিম। এবং সেই সাথে মারাত্মক ইউজার ফ্রেন্ডলি।
আপনি যদি আপনার ওয়েবসাইটের স্পীড নিয়ে একটুও সন্তুষ্ট না হয়ে থাকেন তাহলে Neve আপনার’ই জন্য।
যেমন প্রিমিয়াম ডিজাইন তার পাশাপাশি সুপার ফাস্ট লোডিং। এবং মারাত্মক বেটার ভাবে কোডিং করা।
যার ফলে আপনাকে ওয়েবসাইট লোডিং টাইম নিয়ে একটুও ভাবতে হবে না।
আপনি Neve থিম ব্যাবহার করে সকল প্রকার ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন, যেমন প্রফেশনাল ব্লগ, পার্সোনাল ব্লগ, রেসিপি ব্লগ, টেক ব্লগ, ম্যাগাজিন ব্লগ, ই-কমার্স ইত্যাদি ইত্যাদি।
Neve থিম এর ফিচার সমুহঃ-
- Load time 261 ms
- Page Size 28.7
- AMP Compatible
- Easily Customizable
- Optimized for Speed
- 1-Click Rollback
- Translation & RTL Ready
- 100% Mobile Responsive
- Seo Optimize
- clean and source code
Neve হচ্ছে ফ্রিমিয়াম থিম, অর্থাৎ Neve থিমের ফ্রি ভার্সন ও আছে এবং প্রিমিয়াম ভার্সন ও আছে। তবে Neve ফ্রিতে আপনি যা কিছু পাবেন তাই যথেষ্ট আপনার জন্য।
6. Writee
আপনি কি ভাবছেন আপনি একটি পার্সোনাল ব্লগ তৈরি করবেন? যেখানে আপনি আপনার সব কিছু উজাড় করে দিয়ে লিখতেই থাকবেন?
হ্যাঁ, তাহলে writee থিম এর থেকে বেষ্ট আর কিছু হতেই পারে না।
পার্সোনাল ব্লগের জন্য একদম আদর্শ থিম, না,না আপনি শুধু পার্সোনাল ব্লগ’ই নই বরং writee ফ্রি থিম ব্যাবহার করে প্রফেশনাল লুকিং ব্লগ ও তৈরি করে নিতে পারবেন।
writee থিম যেমন এসইও ফ্রেন্ডলি, ঠিক তেমন ইউজার ফ্রেন্ডলি।
এবং আপনি যদি সিরিয়াস ব্লগিং করতে চান তাহলে writee থিম একদম আদর্শ আপনার জন্য।
writee থিম এর ফিচার সমুহঃ-
- Load time 435 ms
- Page size 211.5 Kb
- Pagination options
- Breadcrumb Enable/Disable Option
- Background Image/Color
- Boxed/Full Post Slider
- Built-in Related Posts
- Built-in Social Media Sharing Icons
- 100% Mobile Responsive
- Seo Optimize
- clean and source code
সর্বোপরি writee থিম হচ্ছে এমন একটি থিম, যারা লেখালেখি নিয়ে অনেক বেশি সিরিয়াস writee থিম তাদের জন্যই। এক কথায় প্রফেশনাল ব্লগার দের জন্যই writee থিম।
৭. Schema Lite
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ, আপনি ঠিক ভাবে অন পেজ এসইও, অফ পেজ এসইও করার পরেও কি সার্চ ইঞ্জিন থেকে ট্র্যাফিক নিতে পারছেন না?
তাহলে আপনার অবশ্যই Schema Lite থিম টি একবার ট্রাই করে দেখা উচিৎ।
Schema Lite থিম টি মুলত সার্চ ইঞ্জিন কে টার্গেট করেই কোড করা।
ফলে আপনার ওয়েবসাইটের কোথায় কি এলিমেন্ট আছে, এটা বুজতেও সার্চ ইঞ্জিন এর একটুও বেগ পেতে হচ্ছে না।
এবং সেই সুত্রপাতেই আপনার ওয়েবসাইট রেঙ্ক করবার ও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে।
তো আপনি যদি আপনার ব্লগ কে সর্বদা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ করে রাখতে চান তাহলে Schema Lite বেষ্ট আপনার জন্য।
Schema Lite থিম এর ফিচার সমুহঃ-
এ ছারাও আপনি Schema থিমের প্রিমিয়াম ভার্সনে আরও অনেক বেশি ফিচার পাবেন, তবে ফ্রিতে আপনি যা কিছু পাচ্ছেন এটাই অনেক বেশি।
- Load time 825 ms
- Page size 460.0 KB
- Lightning Fast
- AdSense Optimized
- Off Canvas Mobile Menu
- Left and Right Sidebar
- Author Box
- Related Posts
- Social Media Button Widget
- Seo Optimize
- 100% Mobile Responsive
- clean and source code
৮. Color mag
আপনি কি হাই প্রফেশনাল টেক ব্লগ, বা ম্যাগাজিন ব্লগ তৈরি’র কথা ভাবছেন? কিন্তু ফ্রিতে আপনি তেমন ভালো কোন থিম পাচ্ছেন না?
ওয়েল, তাহলে বন্ধু আপনার জন্য পারফেক্ট চয়েজ color mag থিম।
আপনি পার্সোনাল ব্লগ থেকে শুরু করে, টেক ব্লগ, লাইস্টাইল ব্লগ, লাইফ ম্যাগাজিন, সহ বিভিন্ন প্রকার ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন color mag থিম ইউজ করে।
এবং color mag থিমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই থিম টি মারাত্মক ইজি কাস্টমাইজ করা।
অর্থাৎ আপনাকে থিম কাস্টমাইজ করা নিয়েও অনেক বেশি বেগ পেতে হবে না।
Color mag থিম এর ফিচার সমুহঃ-
- Load time 803 ms
- Page size 1.0 MB
- Optimized for Speed
- Loads under 1 second
- Loads under Easy Customization
- Unique Post System
- WooCommerce Compatible
- Seo Optimize
- 100% Mobile Responsive
- clean and source code
সর্বশেষে আপনি যদি নিউজ টাইপের ব্লগ, বা টেক নিউজ টাইপের ব্লগ তৈরি করতে চান! তাহলে নির্দ্বিধায় আপনি Color mag ফ্রি থিমের সাথে যেতে পারেন।
মূলকথাঃ-
তো এই ছিল ৮ টি সেরা সুপার ফাস্ট ওয়ার্ডপ্রেস ফ্রি থিমের লিস্ট।
এই আর্টিকেলে লিস্ট করা প্রতিটা থিমস হাইলি প্রফেশনাল ও সুপার ফাস্ট লোডিং স্পীড। এবং সেই সাথে এসইও অপ্টিমাইজ ও ইউজার ফ্রেন্ডলি।
আপনি নির্দ্বিধায় এই লিস্ট থেকে আপনার পছন্দের থিম টি পিক করে আপনার ব্লগে ব্যাবহার করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে।
এবং আপনার যদি এই লিস্টের বাইরে কোন পছন্দের থিম থেকে থাকে, তাহলে তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। বাই,বাই
অসাধারণ লিখেছেন ভাই
ধন্যবাদ ভাই!
Vaiya nice hoiche!
Vaiya akto janaben je Ashe ay free theme ta blog er jnno kmn hobe Please janale opokrito hobo??
জি ভাইয়া ভাল হবে। তবে আমার মতে ব্লগের জন্য আদর্শ থিম হতে পারে astra, অথবা generatepress এবং হ্যাঁ ভাইয়া ashe থিম টিও কিন্তু খুবই ভাল হতে পারে।